body art : Gesine Marwedel |
সরিয়ে
রাখা
না কোনো নাম
নেই, জিভের তলায় কোনো
সুচিত্রা নেই
আমি তার কাছে
গিয়েছিলাম নিভৃত ফুরিয়ে যাবার পর
ছন্দের
বৃষ্টি পেরিয়ে যাবার পর
তাকে
রবিবারের আয়নায় দেখবো বলে
না কোন
আকাশের দিকে তাকানো ছিল না
কিছু হতে
পারার আত্মসাৎ পেরিয়ে
সব টুকরো
টুকরো অনার্স সরিয়ে
মেঘ ও
সম্পর্ক কোমরে নিয়ে একটু বেঁকে গিয়েছিলাম
আসলে কিছুটা
বেঁকে যাবার জন্যই এসেছিলাম হয়তো
কিছুটা
সুমিত্রা দীর্ঘশ্বাসের জন্য
মুখের ভেতর
স্মৃতি নিয়ে চিবিয়ে চিবিয়ে
টান লাগা সেই
সব স্ত্রী অঙ্গ
নাড়িয়ে
চাড়িয়ে পেড়ে নেব ভেবেছিলাম
কিছুটা
কলকাঠি ছাড়াই যুগ্ম ওড়ার দিনে
শ্বাসের
সঙ্গে সঙ্গে নাভির পুষ্পস্তবক
তাকিয়েছিল
এমন লাবণ্যে যেন ব্রিজ পেরনো
কোমরের
রাজধানী
ফুর্তিবাজ
নগ্ন শ্বেতাংশ
স্ট্রবেরির
রঙ ছিড়ে ফেলছি
যাতে পুরো
আগুনটাই দেখা যায় সাদা উচ্চমাধ্যমিকের
ছোট্ট তিলের গোড়ায়
রোদ ও গন্ধ
গ্রহণের যেটুকু শ্বেত মর্মর ছিল
ততক্ষণে তা
ফেরতযোগ্য নয় বলে প্রতিবেশী গোধূলি খুলে
পিঙ্গল রঙের
কষ্ট, কারফিউ উপেক্ষা
করেছি মাত্র
কেননা
অন্যব্যাপার চাই যেহেতু হাসলে রাত্রির মাংস ও দাঁতের মাড়ি
নজরে আসেনা
কবেকার চর্বি
জমে চাঁদও ফেটে চৌচির
হতে পারে তাই
এই চন্দ্রাহত আসিতেছে
সারারাত শুধু
রাখা ঝরে পড়ে, শব্দের ভেতর চোখ পড়ে যায়
অন্ধকার দিয়ে
মাখানো হঠাৎ ক্লোরোফিল আঙুলতর হলে
একটা MA পাস ওড়না যেন সরে
না যায়
শোয়ার
অসুবিধের কারনে যেন আগুন, ঝড় ও কুসুম বাড়ি না ফেরে
টুপ করে যেন সামান্য পর্যন্ত এসে না থেমে যায় ...
কবেকার চর্বি জমে চাঁদও ফেটে চৌচির' !!!
ReplyDelete"কবেকার চর্বি জমে চাঁদও ফেটে......"-- সমগ্র কবিতাটি ফুঁড়ে লাইনটি বেরোল যেন।
ReplyDeleteইমেজ ছিৎরে দেবার খেলাটা ভালো খেলেছো ।
ReplyDeleteঅসাধারণ। শব্দের জন্ম ও পুনর্জন্ম বারে বারে আঘাতে ঘাত
ReplyDeleteপ্রতিঘাতে অসামান্য এক কাব্যিক আচরণ। ধন্যবাদ বিশ্বরূপ।
দারুণ।
ReplyDeleteচমৎকার। পাঠে মুগ্ধ হলাম কবি
ReplyDelete