সিরিয়াল
: বসন্ত রে
১
আতর
মাখানো আমের মুকুল
ঘষবেন এক
পুরুষ
দূরের
মহুয়া। কাছের মৌ, জুড়ে দিলে বনবিভাগ
এখন
বহুশ্রমের এই বসন্ত পিউ
বসন্ত পিউ কহেন দারুণ শিহরণ
২.
সারাক্ষণ
বসন্ত আটকে আছে'রে
আজ
বিকেলের কলাপাতায় বৃষ্টি আঁতুড়
যেন
শ্রাবণ স্মৃতিতে ভেজা শ্রাবণী সেন
আর
যেকোনো ভেজা পাতা
উপুড়
করলেই খসখসে
অকাল
ডিসেম্বর সেঁটে আছে
মনপ্রাণ। বোরোলিন দান
৩.
নিরাকার
বছরগুলোতে,
আলপিনের
ভিতর দিয়ে এলো
এক
এলোপাতাড়ি পরাজীব। তীব্র সবুজানা
অগাধ
জাহাজের প্রতিটি দরজায়
দর্শক
আমি। মাস্তুল তুমি। নাবিক বাঙালি শতাব্দী
৪.
সেথা এক
মাতাল প্রিমিয়াম
"জুলফিকার"এর থেকেও ঘনঘন তীক্ষ্ণ এডিটিং
আর
শেষমুহূর্তে বাড়ির সামনে দাঁড়িয়ে
অসংখ্য
খরগোসের গন্ধ পেলাম
অমর
বলাকা
তোমাকে
বলাকার নিচুতে, দেখেছি অস্তে
স্বস্তিতে, পশ্চিমা আলোর কাছ থেকে
ফিরে যাওয়া
পুবের পাখি
কোথাও
যেন, ওমারিয়া বাজলে ভালো হতো
আর আমি
বুকে নিচ্ছিলাম সেরা কন্ঠের সুখ
প্রয়াত
বৃষ্টিপাত। প্রতিশ্রুতির সকাল শুরু
এভাবেই
স্বাভাবিক করার চেষ্টা, তখন
কে
জানতো, তোমার বলাকায় বিশ্বাস ছিল না
তুমি
বল্গা হরিণ নিয়ে বাঁচতে চাইছো
দানায়
বেঁধে রেখেছো বালির নিচে একটা রাত
যেন
ঠান্ডার প্রাপ্য ক্ষমতায়, এক নীল যাত্রা
'আতর মাখানো আমের মুকুল'... বেশ তো !
ReplyDeleteBesh Laglo :)
ReplyDeleteহ্যাঁ, এরকমটাই চেয়েছিলুম শান্তনু ।
ReplyDeleteAsadharon dada. Priyo Kabider modhye ekjon hye uthechen khub Alpo somoye
ReplyDeleteপ্রতিটা লাইন,প্রতিটা শব্দ সুন্দর। দারুণ লাগল।
ReplyDelete