artist : Paolo Porpora (1617–1673) |
কেতকীর মুখ- ১০
ঈশ্বর আমার আতুর চোখের ওপর
আশ্চর্যফুলের মতো ঝুলিয়ে দিয়েছেন তোমাকে
কেতকীর মুখ- ১২
জানালায় নুয়ে আসা গাছ তরুণ পাতারা
তোমার চিবুকের কাছে আঙুল
আঙুলের নিরুপায় মুদ্রা ওহী পাঠায়
কেতকীর মুখ- ১৫
যেকোন গাঢ়তায় তারপিন ঢেলে দিই
মেঘ কেঁটে কেঁটে নামি
খনন হই
গলে যাই
গলনাঙ্কের কিংবা খননাঙ্কের শিয়রে
তাঁর নির্লিপ্তি পড়ে থাকে
স্বতন্ত্র তারার মতো
অনেক দিন পর পড়ছি শিমনকে ! বেশ লেগেছে শিমন...
ReplyDeleteআহা...
ReplyDeleteবাহ্
ReplyDeleteঅসাধারণ।
ReplyDeleteAvinandon
ReplyDelete