দেয়াল
অধিকৃত
লালের চেয়ে গোলাপকাঁটার কিংবদন্তি অধিক মনোহর
যেমনি দুই বোন - মোম ও বরফ, ঘিরে থাকে রূপকের
জাদুদণ্ড
একটা বুড়ি কাছিমের চোরাপ্রেমে হয়তো একদিন গৃহান্তরী হব
পেরিয়ে যাব মেঘ
বোবা মেঘ
অন্ধ,
উরগ
লোলুপ মোরগ
কোনো দেয়াল দুর্ভেদ্য নয়, যদিও
লেখা থাকে "প্রবেশ সংরক্ষিত"
'দু বোন- মোম ও বরফ'
ReplyDeleteIt was awesome..#sujit das... Joy guru..
ReplyDeleteবড়ো ভালো ।
ReplyDeleteসুন্দর।
ReplyDelete