বারোয়ারী
ফুটেছে ছাতিম
পানের
সংরাগে যেন কেউ কেউ রাঙিয়েছে বুক
তারই
ঝাঁজ সাঁঝ মজলিসে
সাদার্ন
আভিন্যু এসে চমক ছমকে গাঢ় ছাতিম ফুটেছে ঝিম লাস্যে অনাবিল
তুমি
তার পেছনে ছুট না
টিমটিমে
হ্যালোজেনে সব মুখে হিম ছায়া নামে
জুড়িগাড়ি
পাক খায়, ভিক্টোরিয়া, এই এক দ্বীপে
কি
নিয়মে শীতকাল এসে যায় ঢের ঢের আগে
এ
চত্বরে আছে জানি হেমন্তের বাছাই ছাতিম
এখানে
মেধাবী তারা, ছেনালীর চেয়ে গন্ধে ভারি
তবু
সেই শ্বাসে যেন কুলায় না ভাব
গলানো
বাতাসে শিস, নাক বুজে আসে
একান্ত,
ঐকান্তিক, তবু, তবু... সেই একই হাহাকার,
ওপাড়া
ফিরিয়ে দিলে এপাড়ায় এসে
নিজের
হিসেবে কম পড়ি
অসামান্য অনুভব
ReplyDeleteভালো লিখেছিস ।
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletebesh ! besh !
ReplyDeleteখুব ভালো লাগল ।
ReplyDeleteনিজের হিসেবে কম পড়ি। বেশ অন্যরকম।
ReplyDeleteখুব ভালো লাগলো
ReplyDelete