২৫.৫.২০১৬
১।
মাঠের
মধ্যে হোঁচট আছে
এখন
প্রশ্ন-খেলতে খেলতে ঠিক কতটা
খাওয়া
যায়
গলির
মধ্যে তো অলি ছিল
অলির
ভেতর ঠিক কতটা গলি
গলির
ভেতর হোঁচট ছিল….
২।
ক্ষমতা হস্তান্তর হয়ে
গ্যাছে চোখের সাথে চশমার
আমি চশমা তুলে নিই
চশমা আমার দৃষ্টি তুলে
নেয়
আমার অবর্তমানে চশমাও ঝাপসা
দ্যাখে কি…
আমার অবর্তমানে চশমাও ঝাপসা দ্যাখে কি...
ReplyDeleteপাঠক স্থির হয়ে যায়, এমন কবিতা পড়লে প্রথমে। শেষে অস্থির...।
অবর্তমান নিয়ে কৌতূহল... মুগ্ধতা এনে দিল।
ReplyDeleteভালোলাগা জানালাম, কবি। শুভেচ্ছা...
ReplyDeleteDarun
ReplyDeleteDarun
ReplyDelete