সি
ড্রাইভ
ভুলগুলো
জমে আছে আয়না পারায়
সি ড্রাইভ লাল দেখাচ্ছে..
‘ইওর স্পেস ইজ অলমোস্ট ফুল’
আমি খুলে রাখছি সাবেকিয়ানা
সি ড্রাইভ.. .হ্যাজ র্যান আউট!
তুলে রাখছি আলট্রা মোটিফ
এখন কি নানা প্রজাতির প্রজাপতি উড়ে
সি ড্রাইভ লাল দেখাচ্ছে..
‘ইওর স্পেস ইজ অলমোস্ট ফুল’
আমি খুলে রাখছি সাবেকিয়ানা
সি ড্রাইভ.. .হ্যাজ র্যান আউট!
তুলে রাখছি আলট্রা মোটিফ
এখন কি নানা প্রজাতির প্রজাপতি উড়ে
যাচ্ছেতাই হবে পুরনো সম্পর্ক?
তরঙ্গ উথালপাতাল শরীরে
শেষবার আমি তবে কবে চাঁদ
ঘষবো..
ভাষা
আমাকে শেখাও ভাষা
নিয়ে
চলো যেখানে ঝাপসা হয়
সমস্ত রক্তের ছোপ
দীর্ঘ এক অপেক্ষার গায়ে ফুটে উঠল ক্ষত। নুনের প্রলেপ লাগিয়ে উঠে আসছি পেরেকের ডগায়। ভেতর ভেতর প্রখর হচ্ছে ভ্রূণ ও দামামা। পৃথিবী জুড়ে যুদ্ধ যুদ্ধ খেলারা টিভিতে স্ক্রল করে গেলে তারা ফোটে কারেন্ট নিউজে। মনে পড়ে ব্যারাকের চারপাশে কাটাতার ও তীর্যক রোদ।
এসব সরিয়ে কীভাবে পৌঁছব আমি
তোমার সমস্ত শস্যদানার উৎসে..
ঢেকে যাচ্ছে পাহাড় দূরের যাপনে, রঙিন টুকরো কাচে..
ঢেকে যাচ্ছে পাহাড় দূরের যাপনে, রঙিন টুকরো কাচে..
মেঘের কবিতা আজকের শেষ শরতেও ভিজে গেলো আমাকে !
ReplyDeleteধন্যবাদ কবি
Deleteসুন্দর...
ReplyDeleteধন্যবাদ
Deleteবড় ভালো কবিতা । বেশ লাগল ।
ReplyDeleteচমৎকার।
ReplyDeleteBah
ReplyDelete